| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ২০ মিলিয়ন ডলার বিনিয়োগে কাবুলে স্টিল ফ্যাক্টরির দ্বিতীয় ধাপ উদ্বোধন


২০ মিলিয়ন ডলার বিনিয়োগে কাবুলে স্টিল ফ্যাক্টরির দ্বিতীয় ধাপ উদ্বোধন


শেখ আশরাফুল ইসলাম     21 October, 2025     12:16 PM    


হেরাত ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত কাবুল স্টিল ফ্যাক্টরির দ্বিতীয় ধাপের উদ্বোধন করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি মন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ। এই প্রকল্পে ২ কোটি (২০ মিলিয়ন) ডলার বিনিয়োগ করা হয়েছে।

ফ্যাক্টরির উদ্বোধনী অনুষ্ঠানে মোল্লা বারাদার বলেন, ইমারাতে ইসলামিয়া আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, সরকার আফগানিস্তানের শিল্প খাতকে উন্নত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সরকারি কর্মকর্তাদের মতে, ফ্যাক্টরিটি প্রতিদিন ৫০০ টন ইস্পাত প্রক্রিয়াজাত করতে সক্ষম।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, কাবুল স্টিল ফ্যাক্টরির দ্বিতীয় ধাপ চালু হলে দেশের উৎপাদন সক্ষমতা বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আফগানিস্তানের দেশীয় শিল্প আরও শক্তিশালী হবে।

সূত্র : হুররিয়াত রেডিও